kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

আত্রাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি, শতাধিক গ্রাম প্লাবিত

আত্রাই-রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি   

১৬ জুলাই, ২০২০ ১৫:৪৬ | পড়া যাবে ২ মিনিটেআত্রাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি, শতাধিক গ্রাম প্লাবিত

গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ, উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার অভ্যান্তরীন সড়কের ৩ জায়গায় ভেঙে গেছে। এতে প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এ ছড়াও সড়ক ভাঙনে জেলা ও উপজেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছন্ন হয়ে পড়েছে।

আত্রাই নদীর তীরবর্তী বান্দাইখাড়া-আত্রাই, আত্রাই সদর থেকে নাটোর জেলার সিংড়া সড়কের বিভিন্ন জায়গায় ফাটল ধরায় উপজেলা প্রশাসন ভারি যানবাহন চলাচলে নিষিদ্ধ ঘোষণা করেছে। বন্যার কারণে গ্রামে গ্রামে পানি ঢোকায় আত্রাই উপজেলার ১৩৭৪ হেক্টর আউশ, ৫০ হেক্টর রোপা-আমন, ২০০ বুনা,   ২৭ হেক্টর রোপা আমন বীজতলা ৭৫ হেক্টর শাকসবজি ৭৭ হেক্টর পাট ও ১১ হেক্টর মরিচের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আত্রাই কৃষি বিভাগ। পানিবন্দি মানুষগুলো রান্নাবান্না, খাওয়া দাওয়া ও বিশুদ্ধ খাবার পনি সংকটসহ গবাদি পশু নিয়ে বেকায়দায় আছে। সরকারি পর্যায় থেকে জরুরী সহযোগিতার লক্ষে ত্রাণ তৎপরতার, শুকনা খাবার ও চাল বিতরণ শুরু করেছে বলে জানান আত্রাই উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী।

অপর দিকে রাণীনগর উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তারপরও রাণীনগর-আত্রাই সড়কে কয়েক জায়গায় ফাটলের কারণে আত্রাই-রাণীননগর ও জেলা সদর নওগাঁর সাথে আপাতত ভারি যানবাহন চলাচল বন্ধ আছে। রাণীনগর উপজেলার ত্রিমোহনী হাট থেকে আত্রাই সড়ক এবং নওগাঁর ছোট যমুনা নদীর বেড়ি বাঁধগুলো দীর্ঘ দিন থেকে সংস্কার না করায় চরম ঝুঁকিতে রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা