kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

জমি নিয়ে বিরোধ, দাউদকান্দিতে একজনকে পিটিয়ে হত্যা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি   

১৬ জুলাই, ২০২০ ১৫:১৮ | পড়া যাবে ২ মিনিটেজমি নিয়ে বিরোধ, দাউদকান্দিতে একজনকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মামুন মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মামুন ওই গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার সকালে মডেল থানা পুলিশ নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট ভাই শাকিল আহম্মেদ জানান, প্রতিবেশী কাদির মিয়ার সাথে বাড়ির জায়গাসংক্রান্ত বিরোধ ছিল আমাদের। বুধবার রাতে আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে কাদির মিয়ার ছেলেরা মসজিদের পাশে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। ভাই ফোন করে বলে 'আমাকে মেরে ফেলতেছে, বাঁচাও। আমি দৌড়ে ভাইকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করে। এ সময় আমাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় মামুন ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ষোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠিয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্যসাতদিনের সেরা