kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

আশুলিয়ায় বাসে তুলে নারীকে ধর্ষণের চেষ্টা, তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১৪ জুলাই, ২০২০ ০৩:১০ | পড়া যাবে ১ মিনিটেআশুলিয়ায় বাসে তুলে নারীকে ধর্ষণের চেষ্টা, তিনজন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে থেমে থাকা বাসে তুলে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রবিবার রাতে এক বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মো. ফেরদৌসের ছেলে এবং ‘আশুলিয়া ক্লাসিক পরিবহন’ বাসের চালক আরিফ হোসেন (১৮), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সহিদুল ইসলাম (২৮) এবং লক্ষ্মীপুর উপজেলার সজীব (১৯)। 

পুলিশ জানায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে অভিযুক্তদের সঙ্গে রবিবার রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ওই নারীর দেখা হয়। ওই নারীসহ তাঁরা তিনজন সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

একপর্যায়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাসে নারীকে জোর করে ওঠান অভিযুক্তরা। পরে ধর্ষণের চেষ্টা করলে নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের আটক করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। 

আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার দাস জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করলে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা