kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

মেহেরপুরে 'কোরবানির পশুর হাট' অনলাইনের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি   

১৩ জুলাই, ২০২০ ২১:০০ | পড়া যাবে ১ মিনিটেমেহেরপুরে 'কোরবানির পশুর হাট' অনলাইনের উদ্বোধন

আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে অনলাইনে পশু বিক্রয়ের জন্য ‘কোরবানির পশুরহাট মেহেরপুর’ নামের একটি অনলাইন উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুরে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পশুহাটের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা জাহাঙ্গীর আলম জানান, জেলায় কোরবানি উপযোগী ১ লক্ষ গরু প্রস্তুত রয়েছে। যেখানে চাহিদা রয়েছে ৭০ হাজার। একই সঙ্গে মেহেরপুর জেলায় দুই লক্ষ ছাগল প্রস্তুত রয়েছে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানের ৭০ হাজার গরু অনলাইনের মাধ্যমে বিক্রি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তাগণ।

মন্তব্যসাতদিনের সেরা