kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

দরপত্র ছাড়াই কলেজের গাছ কেটে সাবাড়

চাটমোহর (পাবনা) প্রতিনিধি   

১৩ জুলাই, ২০২০ ১৮:০১ | পড়া যাবে ৩ মিনিটেদরপত্র ছাড়াই কলেজের গাছ কেটে সাবাড়

কোনো প্রকার দরপত্র আহ্বান ছাড়াই পাবনার চাটমোহর উপজেলার হরিপুর দূর্গাদাস স্কুল অ্যান্ড কলেজের গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে কলেজ অধ্যক্ষ এবং সভাপতির বিরুদ্ধে। আজ সোমবার সকালে কলেজের পুরনো কয়েকটি গাছ কেটে ফেলা হয়। নতুন স্কুল ভবন তৈরির অজুহাত তুলে এসব গাছ কাটা হলেও কোনো প্রকার নিয়ম কানুন মানা হয়নি। এ ক্ষেত্রে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে জানানোর কথা থাকলেও তা করা হয়নি।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন এবং অধ্যক্ষ সরদার আলী হায়দার যোগসাজশ করে গাছগুলো বিক্রি করেছেন বলে স্থানীয়দের অভিযোগ। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান গাছ কাটা বন্ধ করেন। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক গাছগুলো কাটা হয়েছে।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দিন হাজিরার ভিত্তিতে কয়েকজন শ্রমিক কলেজ ভবনের পেছন থেকে গাছ কাটছেন। ধূলাউড়ি গ্রামের তজু প্রামাণিক নামে এক ব্যক্তির কাছে ২ লাখ ৫ হাজার টাকায় বেশকিছু মেহগণি, আমসহ বিভিন্ন প্রজাতির ১৪টি গাছ বিক্রি করে কলেজ কর্তৃপক্ষ। সকাল থেকে প্রায় ৭টি বড় গাছ কাটা হয়। পরে ইউএনও’র নির্দেশে গাছ কাটা বন্ধ হয়।

জানা গেছে, হরিপুর দূর্গাদাস স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় একই জায়গায় অবস্থিত এবং একই নিয়মে পরিচালিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ পুরানো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় সম্প্রতি সেখানে একটি নতুন ভবনের অনুমোদন হয়। সেই কারণে কলেজ কর্তৃপক্ষ গাছগুলো কাটার সিদ্ধান্ত নেয়। 

জানতে চাইলে অধ্যক্ষ আলী হায়দার সরদার বলেন, গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক গাছ বিক্রির পর ব্যাংকে টাকা জমা দেয়া হয়েছে। তবে সোমবার ইউএনও স্যার গাছ কাটতে নিষেধ করেন এবং তার কাছে একটি আবেদন করতে বলেন বলে জানান তিনি।

গভর্নিং বডির সভাপতি ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, গভর্নিং বডি একটা বিক্রয় কমিটি করে দিয়েছিল। দর যাচাই করে গাছ বিক্রি করা হয়েছে। তবে ইউএনও স্যার বলার পরে গাছ কাটা বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

ইউএনও সরকার মোহাম্মদ রায়হান বলেন, দরপত্র ছাড়া কোনো প্রতিষ্ঠানের গাছ বিক্রি করার নিয়ম নেই। জানার পর গাছ কাটা বন্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা