kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

দরিদ্র গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি   

১১ জুলাই, ২০২০ ১৭:৪১ | পড়া যাবে ১ মিনিটেদরিদ্র গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

করোনা প্রতিরোধে পঞ্চগড় জেলার স্থানীয় তহবিলের অর্থে দরিদ্র গর্ভবতী মায়েদের মধ্যে দুধ, ডিম ও আম বিতরণ করছে জেলা প্রশাসন। শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গর্ভবতী মায়েদের সামাজিক দূরত্ব মেনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পঞ্চগড় জেলার করোনা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ে নিযুক্ত ভূমি মন্ত্রণালয়ের সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী এ কর্মসূচীর উদ্বোধন করেন। 

জেলার ১৫০ জন দরিদ্র গর্ভবতী মায়েদের মধ্যে এই পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনাকালে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা। এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা