kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

গাড়িচাপায় তরুণ-তরুণীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি   

১১ জুলাই, ২০২০ ১৬:৩৭ | পড়া যাবে ১ মিনিটেগাড়িচাপায় তরুণ-তরুণীর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাত গাড়িরচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। তাঁরা সিলেট থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। শনিবার দুপুরে উপজেলার নোয়াপাড়া কররা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের লাল মিয়া চর গ্রামের সৈয়দ আলীর ছেলে ইমন আহমেদ ও তার বান্ধবী জান্নাত আক্তার (২৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, সিলেট থেকে ঢাকামুখী মোটরসাইকেলকে অজ্ঞাত কোন গাড়ি পিছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জান্নাত। আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইমনকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, নিহত ইমন আর জান্নাতসহ কয়েকজন বন্ধু গত ৯ জুলাই ঢাকা থেকে মোটরবাইকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আসেন। শনিবার তাঁরা ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা