kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

কালীগঞ্জে মুখোমুখি সংঘর্ষে পুকুরে পড়ল বাস, নারী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুলাই, ২০২০ ১৩:১৭ | পড়া যাবে ১ মিনিটেকালীগঞ্জে মুখোমুখি সংঘর্ষে পুকুরে পড়ল বাস, নারী নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পিপুলিয়া এলাকায় দুই বাসের সংঘর্ষের পর বাসদুটো পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় দিনা বেগম (৩৮) নামে এক নারী এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি বাসেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, টঙ্গীগামী তিতাস পরিবহনের একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা বাদশা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ওই নারী মারা যান।

নিহত নারী আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত পল্লী মঙ্গল কর্মসূচি নামে একটি এনজিওর অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।

সংঘর্ষে বাস দু’টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দু’পাশে দুই পুকুরে পড়ে যায়। বাস দু’টির মধ্যে একটি পুকুরে সম্পূর্ণ ডুবে গেছে। এ সময় অনেক যাত্রী বাস থেকে বেরিয়ে এসেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা