kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

চট্টগ্রামে বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

সাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুলাই, ২০২০ ১৩:০১ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

ফাইল ফটো

চট্টগ্রামে প্রবল বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে বৃষ্টি আরও কয়েকদিন টানা থাকতে পারে।

গতকাল শুক্রবার রাত থেকে থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কয়েকটি নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। সড়কে বিভিন্ন কাজে যাতায়াতকারীরা সমস্যায় পড়ছেন।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, চট্টগ্রামের কোথাও কোথায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ, দক্ষিণ পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ১২-১৮ কিলোমিটার বেগের বাতাস ৪৫-৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া নদী বন্দরে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা