kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

বগুড়ায় নতুন আক্রান্ত ৪৮

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

১১ জুলাই, ২০২০ ১২:৫৬ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় নতুন আক্রান্ত ৪৮

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৮ জন ও ৫ শিশু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১৮৮ জনের মধ্যে ফলাফলে বগুড়ার ২৩ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৬৯ এর মধ্যে ফলাফলে বগুড়ায় ২৫ জন পজিটিভ। ফলে মোট ২৫৭ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৪৮ জন করোনা পজিটিভ হয়েছে।

শনিবার (১১ জুলাই) সর্বশেষ ফলাফলে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৬৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৯৯ জন আর মৃত্যু হয়েছে ৬৭ জনের। চিকিৎসাধীন রয়েছেন ১৮৯০ জন। 

মন্তব্যসাতদিনের সেরা