kalerkantho

রবিবার। ১ ভাদ্র ১৪২৭। ১৬ আগস্ট ২০২০। ২৫ জিলহজ ১৪৪১

সাবেক এমপি নুরুল হক করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

কালের কণ্ঠ অনলাইন   

১০ জুলাই, ২০২০ ২২:০৬ | পড়া যাবে ১ মিনিটেসাবেক এমপি নুরুল হক করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় তাকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়াও তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন।

এর আগে অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের নমুনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মন্তব্যসাতদিনের সেরা