kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

টেকনাফে বন্য হাতির আক্রমণে রোহিঙ্গা নারীর মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

১০ জুলাই, ২০২০ ১৯:৫৯ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফে বন্য হাতির আক্রমণে রোহিঙ্গা নারীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে বন্য হাতির আক্রমণে রাশিদা বেগম (৩০) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার নতুন লেদা রোহিঙ্গা ক্যাম্পের মমতাজের মেয়ে। বৃহস্পতিবার রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ সদস্যরা।

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প আর্মড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রকিবুল ইসলাম জানান, ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে বন্য হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি সেখানে বাগানে কাজ করতে গিয়েছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত তিন বছরে টেকনাফে বন্য হাতির আক্রমণে ১৪ জন রোহিঙ্গাসহ ২২ জনের প্রাণহানি ঘটেছে।

মন্তব্যসাতদিনের সেরা