kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

ভুরুঙ্গামারীতে বজ্রপাতে নিহত ১

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   

৯ জুলাই, ২০২০ ১৪:৪৫ | পড়া যাবে ১ মিনিটেভুরুঙ্গামারীতে বজ্রপাতে নিহত ১

ভুরুঙ্গামারীতে বজ্রপাতে একজনের মৃত্যু এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার সময় উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া (খোচাবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের খয়বর আলীর পুত্র আব্দুল আউয়াল (২৫) ও আব্দুল জব্বার আলীর পুত্র নজরুল ইসলাম (২৩) বাড়ির পাশেই জমিতে পাট কাটতে যায়। এ সময় বজ্রপাতে আউয়াল ঘটনাস্থলেই মারা যায় এবং নজরুল মারাত্মকভাবে আহত হয়। পরে লোকজন এগিয়ে গিয়ে মৃত আউয়ালের লাশ উদ্ধার করে বাড়িতে আনে এবং আহত নজরুল ইসলামকে চিকিৎসার জন্য ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিট ইউপি সদস্য আব্দুল বাতেন জানান।

কচাকাটা থানার ওসি মামুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সায়েম বলেন, বজ্রপাতে আহত রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

মন্তব্যসাতদিনের সেরা