kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

খেলার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

৮ জুলাই, ২০২০ ০৩:৩৩ | পড়া যাবে ১ মিনিটেখেলার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু

বিষধর সাপের কামড়ে ইব্রাহিম আকুঞ্জি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মৃত ইব্রাহিম আকুঞ্জি নড়াইল জেলার বিছালী ইউনিয়নের মধুরগাতী গ্রামের শফিকুল আকুঞ্জির ছেলে। 

পরিবার ও প্রত্যক্ষদর্শী এক শিক্ষক জানান, মঙ্গলবার বিকালে মধুরগাতী গ্রামে বাড়ির পাশে ইব্রাহিম খেলা করছিল। খেলার সময় একটি বিষধর সাপ ইব্রাহিমকে দংশন করলে সে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে সন্ধ্যায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে জরুরী বিভাগ ইব্রাহিমকে মৃত বলে ঘোষণা করেন। 

জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান বলেন, সাপের কামড়ে ইব্রাহিম আকুঞ্জি নামে অসুস্থ এক শিশুকে হাসপাতালে আনা হলে মৃত অবস্থায় পাওয়া যায়। পৌঁছাতে দেরি হওয়ায় বিষের তীব্রতায় পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি জানান। 

মন্তব্যসাতদিনের সেরা