kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি পরীক্ষায়ও বাড়ছে করোনা আক্রান্তের হার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৮ জুলাই, ২০২০ ০২:০০ | পড়া যাবে ২ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় সরকারি পরীক্ষায়ও বাড়ছে করোনা আক্রান্তের হার

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি পরীক্ষায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সর্বশেষ ফলাফল অনুযায়ী নমুনা পরীক্ষার প্রায় ৩০ শতাংশ করোনা পজিটিভি আসে। বেসরকারি ফলাফলেও প্রায় একই রকম হারে করোনা আক্রান্ত হয়েছেন। 

কয়েক দিন আগেও সরকারি ফলাফলে শতকরা ১০ থেকে ১৫ ভাগ করোনা পজিটিভ আসত। সর্বশেষ ফলাফল অনুযায়ী, নতুন করে ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৭টি নমুনার রিপোর্টে আটজন ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ১৪১টি নমুনা রিপোর্টে ৪৬ জনের করোনা পজিটিভ আসে। 

এখন পর্যন্ত জেলায় মোট ১৩৩৯ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। মঙ্গলবারের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন শনাক্ত ১২ জন, আখাউড়া উপজেলায় আটজন, নাসিরনগর উপজেলায় দুজন, বাঞ্ছারামপুর উপজেলায় চার জন, নবীনগর উপজেলায় ২১ জন ও আশুগঞ্জ উপজেলায় সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

জেলায় ১৩৩৯ জন করোনা আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৪৫২ জন, আখাউড়া উপজেলায় ৯৬ জন, বিজয়নগর উপজেলায় ৪৬ জন, নাসিরনগর উপজেলায় ৬৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১০০ জন, নবীনগর উপজেলায় ২২০ জন, সরাইল উপজেলায় ৮৯ জন, আশুগঞ্জ উপজেলায় ৭৬ জন ও কসবা উপজেলায় ১৯৬ জন রয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪৬১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৩ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮২২ জন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১২৮৩ জনের পিসিআর রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ হয়েছে। যার মধ্যে পাওয়া ১০৬৩৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। গত মাসের শেষের দিকে বেসরকারিভাবে পরীক্ষা শুরু হলে নমুনা সংগ্রহের হিসেবে আক্রান্তের শতকরা হার বেড়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা