kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

গফরগাঁওয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৫ জুলাই, ২০২০ ২১:১৭ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পুকুরে পড়ে রাতুল (৮) নামে এক শিশু মারা গেছে। আজ রবিবার বিকেলে উপজেলার মশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। রাতুল মশাখালী গ্রামের রুকুনুজ্জামানের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুরে রাতুল পরিবারের সবার সাথে দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে রাতুলের জুতু জোড়া ভাসতে দেখে সন্দেহ হয়। বিকেল ৩টার দিকে স্বজনরা অচেতন অবস্থায় পানির নিচে থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাহ উদ্দিন পলাশ বলেন, খুবই দুঃখজনক ঘটনা। শিশুটির মৃত্যুতে পরিবারের মধ্যে শোক নেমে এসেছে।

মন্তব্যসাতদিনের সেরা