kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

সিলেট ও হবিগঞ্জে তিন চিকিৎসকসহ ৬৬ জনের করোনা শনাক্ত

সিলেট অফিস   

৫ জুলাই, ২০২০ ০১:৫২ | পড়া যাবে ৩ মিনিটেসিলেট ও হবিগঞ্জে তিন চিকিৎসকসহ ৬৬ জনের করোনা শনাক্ত

সিলেট ও হবিগঞ্জ জেলায় শনিবার (৪ জুলাই) একদিনে তিন চিকিৎসকসহ ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে সিলেট জেলায় ২৯ জন এবং হবিগঞ্জ জেলার ৩৭ জন রয়েছেন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব ও ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। 

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা। তাদের মধ্যে তিন জন চিবিৎসক রয়েছেন।

আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ২৬ জন, বালাগঞ্জ উপজেলার ২ জন ও গোলাপগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

হবিগঞ্জ জেলায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার একটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার জেলায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা ঢাকার একটি ল্যাবে পরীক্ষা করা হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১৬ জন, বাহুবলের ৫ জন, বানিয়াচংয়ের ৫ জন, চুনারুঘাটের ৫ জন, নবীগঞ্জের ৫ জন এবং মাধবপুর উপজেলার ১ জন রয়েছেন।

এদিকে, নমুনা না থাকায় শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক শামসুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনামগঞ্জ ও সিলেট থেকে আমাদের ল্যাবে প্রতিদিন নমুনা আসে। শনিবার নমুনা না আসায় পরীক্ষাও হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪০ জন। রাতে ৬৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৫ হাজার ১০৬ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৭৬৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬২ জন, হবিগঞ্জে ৭৫৯ জন ও মৌলভীবাজারের ৫২২ জন রয়েছেন।

শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৮৪ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৬ জন, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় পাঁচজন রয়েছেন। করোনা আক্রান্ত ২৩১ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিলেট বিভাগে ১ হাজার ৬২৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪৯১ জন, সুনামগঞ্জের ৫৭৫ জন, হবিগঞ্জের ২৯৫ জন ও মৌলভীবাজার জেলার ২৬৪ জন।

মন্তব্যসাতদিনের সেরা