kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

ট্রলার থেকে পড়ে শিশু নিখোঁজ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি   

৪ জুলাই, ২০২০ ২১:৩৯ | পড়া যাবে ১ মিনিটেট্রলার থেকে পড়ে শিশু নিখোঁজ

নেত্রকোনার মদন উপজেলায় ট্রলার থেকে পড়ে অন্তু মিয়া (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার বিকালে উপজেলার মাখনা গ্রামের সামনে এ ঘটনা ঘটে। নিখোঁজ অন্তু মিয়া মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা (মাইজপাড়া) গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। 

নিখোঁজ অন্তুর দাদা আব্বাস আলী জানায়, আমার নিজের ট্রলার দিয়ে বৃহস্পতিবার বিকাল ৬টায় তাদের নিয়ে বাড়ির সামনে ধলাই নদীতে ঘুরতে যায়। হঠাৎ করেই চলতি ট্রলার থেকে অন্তু নদীতে পড়ে যায়। আমি ট্রলার থামানোর আগেই মূহুর্তের মধ্যেই সে নদীর পানিতে ডুবে যায়। এলাকার লোকজন বিভিন্ন ধরণের জাল দিয়ে অনেক খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছে না।

এ ব্যাপারে মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ধলাই নদীতে শিশু নিখোঁজের খবর শুনেছি। আমাদের ওখানে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ জোনাল অফিসে জানিয়েছি। ডুবুরি দল আসলেই উদ্ধারের কাজ চলবে।

মন্তব্যসাতদিনের সেরা