kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

পাটগ্রামে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি   

৪ জুলাই, ২০২০ ২০:৪২ | পড়া যাবে ১ মিনিটেপাটগ্রামে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করোনাভাইরাসে প্রথম একজন ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তির নাম শামসুল আলম দুলাল (৬০)। তিনি শুক্রবার (০৩ জুলাই) রাত ১১টা দশ মিনিটে পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নিজস্ব বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি দীর্ঘদিন থেকে কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুস ও হার্টের রোগে আক্রান্ত ছিলেন। গত ২ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এক পর্যায়ে শুক্রবার রাতে তীব্র শ্বাসকষ্টে মারা যান তিনি।

মৃত শামসুল আলম দুলাল পাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিরা লাশের গোসল ও জানাজা শেষে গ্রামের বাড়ি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল বলেন, পাটগ্রাম উপজেলায় করোনায় আক্রান্তে এটাই প্রথম মৃত্যু। এখন পর্যন্ত উপজেলায় ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হোম আইশোলেসনে চিকিৎসাধীন ৪৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন, মারা গেলেন একজন।

মন্তব্যসাতদিনের সেরা