kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ মিলল হাওরে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি   

৩ জুলাই, ২০২০ ১৭:০৯ | পড়া যাবে ১ মিনিটেনিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ মিলল হাওরে

সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুল মালেক (৬৭) নামের এক বৃদ্ধের মরদেহ হাওর থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার পাটলী ইউনিয়নের চাঁনপুর গ্রামের হাওর থেকে ওই ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১ জুলাই উপজেলার চাঁনপুর চক গ্রামের আব্দুল মালেক নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর আজ দুপুরে গ্রামের হাওরের পানিতে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) রাজিব আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই বৃদ্ধ একজন মানসিক রোগী ছিলেন। পরিবারের লোকজনের ধারণা তাদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে পানিতে ডুবে গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা