kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

৩ জুলাই, ২০২০ ১৫:২০ | পড়া যাবে ১ মিনিটেবিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মফিজুর রহমান গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোহন (২২) ও শিবলু মিয়ার ছেলে জীবন মিয়া(২৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসমাইল হোসেন নামের একজন। তিনি বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটতে যায় ইসমাইল হোসেন ও তার ছেলে মোহন। কাটা গাছ বিদ্যুতের তারে পড়লে তারা ছুটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুজন। এসময় তাদেরকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জীবন মিয়াও। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহন ও জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক থাকায় ইসমাইল হোসেনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা