kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

করোনার উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হকের মৃত্যু

সিলেট অফিস   

৩ জুলাই, ২০২০ ১৪:৩৩ | পড়া যাবে ১ মিনিটেকরোনার উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হকের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের উপসর্গ থাকায় এম এ হককে গত মঙ্গলবার সিলেটের নর্থ-ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত করোনা পরীক্ষার ফলাফল আসেনি। 

এম এ হকের ভাতিজা এমদাদ জানান, আজ বাদ আছর নগরের নয়াসড়কে মানিকপীর মাজারে তাঁর প্রথম জানাজার নামাজ এবং রাত ৮টায় নিজ বাড়ি গহরপুর কলুয়া গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মন্তব্যসাতদিনের সেরা