kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল পাঁচ বছরের শিশু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

৩ জুলাই, ২০২০ ০৪:০৮ | পড়া যাবে ১ মিনিটেনানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল পাঁচ বছরের শিশু

টাঙ্গাইলের মির্জাপুরে নানা বাড়ি বেড়াতে এসে আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘুঘী গ্রামের মৃত নুরুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। শিশুটি উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের চৌহাত্তর গ্রামের বাদল মিয়ার ছেলে।

জানা গেছে, শিশু আব্দুল্লাহ মায়ের সঙ্গে কয়েকদিন আগে নানার বাড়ি ঘুঘী গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে মা ও নানা বাড়ির লোকজনের অজান্তে খেলার ছলে বাড়ির পাশে রাস্তায় আসে। এক পর্যায় মসজিদের পাশে পুকুরে পরে ডুবে যায়। 

বৃহস্পতিবার দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পশু চিকিৎসক পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয় লোকজনকে অবহিত করেন। পরে গ্রামের লোকজন শিশুটিকে মৃত উদ্ধার করেন বলে ইউপি সদস্য মো. লাবু মিয়া জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা