kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

নাটোরে ৪ উপজেলায় নতুন ২৮ জনের করোনা পজিটিভ

নাটোর প্রতিনিধি   

৩ জুলাই, ২০২০ ০০:৩৬ | পড়া যাবে ১ মিনিটেনাটোরে ৪ উপজেলায় নতুন ২৮ জনের করোনা পজিটিভ

নাটোরে করোনা বেড়ে দুই শ অতিক্রম করেছে। বৃহস্পতিবার নতুন করে করোনা ২৮ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ২১৬। রামেক ল্যাব থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া ফলোআপ তিনজনের রেজাল্ট এসেছে করোনা পজিটিভ। নাটোর সিভিল সার্জন অফিস ২৮ জনের নমুনায় করোনা পজিটিভ রেজাল্ট আসার সত্যতা নিশ্চিত করেছে।

নাটোর সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ল্যাব থেকে নাটোরের ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজন ফলোআপসহ ৩১ জনের রেজাল্ট করোনা পজিটিভ আসে। নতুন করে আক্রান্ত ২৮ জনের মধ্যে ১১ জন সিংড়া উপজেলার, ৬ জন বড়াইগ্রাম, ৫ জন গুরুদাসপুর, ১ জন বাগাতিপাড়ায়, ১ জন সদর উপজেলার এবং ৪ জন সদর হাসপাতালে দেয়া নমুনা প্রদানকারী।

অবশিষ্ট ৪৯ জনের রেজাল্ট নেগেটিভ। আক্রান্তদের বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করাসহ আক্রান্তদের হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এনিয়ে এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ২১৬ জন। এর মধ্যে ৬৪ জন সুস্থ হয়েছেন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন। 

মন্তব্যসাতদিনের সেরা