kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২ জুলাই, ২০২০ ১৮:১৪ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়াস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ড ম্পানি লিমিটেডে কর্মরত শ্রমিক কর্মচারীদের বার্ষিক আয়কর ভাতা ও একটি উৎসব বোনাস বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন কম্পানিতে কর্মরত শ্রমিক কর্মচারিরা। বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কম্পানির প্রধান কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ থেকে চার দিনের সময়সীমা বেধে দেওয়া হয়।

বাংলাদেশ গ্যাসফিল্ড এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. মুর্শেদুল জানান,  দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আমরা ঈদুল আযহায় বোনাস পেয়ে থাকি। গত ৩০ বছর ধরে  বোনাসও পেয়ে আসছি। কিন্তু সম্প্রতি ৮ জুন কম্পানির বোর্ড সভায় এ উৎসব ভাতা বাতিল করা হয়। কম্পানি
লাভজনক অবস্থায় থাকলেও এ ধরণের সিদ্ধান্ত নেওয়ায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত আমরা অবস্থান ধর্মঘট করেছি।

মন্তব্যসাতদিনের সেরা