kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

করোনা উপসর্গে রাবির ইমেরিটাস শিক্ষকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২ জুলাই, ২০২০ ১৮:০৭ | পড়া যাবে ১ মিনিটেকরোনা উপসর্গে রাবির ইমেরিটাস শিক্ষকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলাম (৮৬) মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ড. ফকরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তার বাড়ি নগরীর কাজিহাটা এলাকায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, দুপুর ১টার দিকে অধ্যাপক ফকরুল ইসলামকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। করোনা উপসর্গ থাকায় হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে ভর্তির যাবতীয় কাজ চলছিল। এর মধ্যেই তিনি মারা যান।

মন্তব্যসাতদিনের সেরা