kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

মনোহরদী শুভসংঘের সম্পাদকের করোনা জয়

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি   

২ জুলাই, ২০২০ ১৬:০৬ | পড়া যাবে ২ মিনিটেমনোহরদী শুভসংঘের সম্পাদকের করোনা জয়

করোনাভাইরাস জয় করলেন দৃঢ় মনোবল ও আত্মপ্রত্যয়ী আবুল কালাম আজাদ বাচ্চু। তিনি কালের কণ্ঠ শুভসংঘের মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর কোন হাসপাতালে যাননি তিনি। ধৈর্য, সাহস ও দৃঢ়তা দিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে থেকে তিনি আজ করোনামুক্ত। ২১ দিন করোনার লড়াই করে গতকাল বুধবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় এখন তিনি পুরোপুরি সুস্থ।

গত ১০ জুন আবুল কালাম আজাদ বাচ্চুর জ্বর ও শরীর ব্যথা দেখা দেয়। পরদিনই তিনি মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১৮ জুন করোনা পজিটিভ হন। নমুনা দেওয়ার পর থেকেই তিনি বাসায় আলাদা কক্ষে অবস্থান করছিলেন। ২১ দিন থাকার পর গতকাল বুধবার নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। 

আবুল কালাম বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে নিয়ম মেনে সব কিছু করেছি। বেশি করে ভিটামিন সি ও ডি-যুক্ত খাবার খেয়েছি। দৈনিক কয়েকবার গরম পানি দিয়ে গড়গড়া করেছি। দৃঢ়তার সঙ্গে মনোবল ঠিক রেখে এ ভাইরাসকে মোকাবিলা করেছি। তিনি বলেন, আত্মবিশ্বাস থাকলে ঘরে থেকেও চিকিৎসা নিলে করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মন্তব্যসাতদিনের সেরা