kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

বামনায় করোনা উপসর্গে ইউপি সদস্যের মৃত্যু

বামনা (বরগুনা) প্রতিনিধি   

৩০ জুন, ২০২০ ১৮:৩৬ | পড়া যাবে ১ মিনিটেবামনায় করোনা উপসর্গে ইউপি সদস্যের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা বাবুল সিকদার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আজ মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টায় তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পরে তিনি মারা যান। 

ইউপি সদস্যের ভাই নান্টু সিকদার জানান, তার ভাইকে গত সোমবার করোনা উপসর্গ নিয়ে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। আজ সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও বিকাল ৫টায় তার মৃত্যু হয়। 

মন্তব্যসাতদিনের সেরা