kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

ছাতকে রেলওয়ের নিরাপত্তাকর্মী খুন, মালামাল লুট

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি   

৩০ জুন, ২০২০ ১৫:০৭ | পড়া যাবে ১ মিনিটেছাতকে রেলওয়ের নিরাপত্তাকর্মী খুন, মালামাল লুট

সুনামগঞ্জের ছাতকে রেলওয়ের গুদামে ফখরুল আলম (৫০) নামের এক নিরাপত্তাকর্মীকে খুন করে মালামাল লুট করেছে একটি চক্র। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে ভোলা জেলার তজমুদ্দিন থানার শিবপুর গ্রামের মৃত মো. আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও ছাতক রেলওয়ের গুদামে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ফখরুল আলম। মঙ্গলবার রাতে কে বা কারা থাকে হত্যা করে গুদামের মালামাল লুট করে লাশ ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগেও বেশ কয়েকবার রেলওয়ের মালামাল চুরির ঘটনা ঘটেছিল এই গুদামে।

জানা যায়, নিহত এই নিরাপত্তা প্রহরী ২০১৩ সাল থেকে সুনামগঞ্জের ছাতক রেলওয়ের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিতে যোগদান করে রেলওয়ের কলোনিতে তিনি ও স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিল।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, এটা হত্যা বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বসহকারে আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা