kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

জামালপুরে পুলিশ সদস্যসহ নতুন ১৫ জনের করোনা পজিটিভ

জামালপুর প্রতিনিধি   

৩০ জুন, ২০২০ ০৪:০৬ | পড়া যাবে ১ মিনিটেজামালপুরে পুলিশ সদস্যসহ নতুন ১৫ জনের করোনা পজিটিভ

জামালপুরে গতকাল সোমবার একজন করে পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ নতুন আরো ১৫ জন করোনার রোগী শনাক্ত হয়েছেন। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সোমবার জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় দুজনের এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষায় ১৩ জনসহ মোট ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 

এর মধ্যে সরিষাবাড়ীতে সাতজন, দেওয়ানগঞ্জে তিনজন এবং মেলান্দহ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর ও জামালপুর সদর উপজেলায় রয়েছেন একজন করে। নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে একজন স্বাস্থ্যকর্মী ও বকশীগঞ্জে একজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া বাকি আক্রান্তরা সবাই সাধারণ পরিবারের সদস্য।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস কালের কণ্ঠকে জানান, নতুন ১৫ জনসহ জেলায় এ পর্যন্ত করোনার রোগী শনাক্ত হলো ৫৬৭ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেন নয়জন। সুস্থ হয়েছেন ২৩৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩২৪ জন। 

মন্তব্যসাতদিনের সেরা