kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

বরিশালে যুবককে কুপিয়ে হত্যা

বরিশাল অফিস   

১৩ জুন, ২০২০ ০৮:২৬ | পড়া যাবে ১ মিনিটেবরিশালে যুবককে কুপিয়ে হত্যা

ব‌রিশা‌ল নগ‌রে পূর্ব শত্রুতার জের ধ‌রে এক দিনমজুর‌কে কু‌পি‌য়ে হত্যা করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় রা‌ব্বি না‌মে এক যুবক‌কে আটক করা হ‌য়ে‌ছে।

শুক্রবার সন্ধ্যার দি‌কে নগরের রুপাতলী এলাকার মাওলানা ভাষানী সড়‌কে রা‌ঢ়ি বা‌ড়ি মস‌জি‌দ সংলগ্ন এলাকায় ঘ‌টে এ ঘটনা।

নি‌হতের ন‌াম মামুন মাতুব্বর (৪০), সে ওই এলাকার ভাড়া‌টিয়া এবং পটুয়াখালী জেলার ছোটবিঘাই গ্রামে। তার দু‌টি সন্তান র‌য়ে‌ছে।

এদি‌কে হত্যার ঘটনায় জ‌ড়িত থাকার অভি‌যো‌গে আটক হওয়া ব্য‌ক্তির নাম মোঃ রা‌ব্বি (৩২), সে ওই এলাকার বা‌সিন্দা র‌ফিকুল ইসলা‌মের ছে‌লে ।

কো‌তোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ নুরুল ইসলাম জানান, নানান বিষয় নি‌য়ে পূর্ব শত্রুতা ছি‌লো মামু‌নের সা‌থে রা‌ব্বির।

শুক্রবার সন্ধ্যার দি‌কে কবুতরের খো‌পে ঢিল মারা‌কে কেন্দ্র ক‌রে তর্ক হয় দুজ‌নের ম‌ধ্যে। এর এক পর্যা‌য়ে রা‌ব্বি ধারা‌লো অস্ত্র দি‌য়ে মামুন‌কে কু‌পি‌য়ে গুরুতর জখম ক‌রে, প‌রে তা‌কে হাসপাতা‌লে আনা হলে মৃত্য হয় ব‌লে নিহ‌তের স্বজনরা জা‌নি‌য়ে‌ছেন।সাতদিনের সেরা