kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

ভালুকায় করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

৭ জুন, ২০২০ ১৫:৪৪ | পড়া যাবে ১ মিনিটেভালুকায় করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় করোনা উপসর্গ নিয়ে মো. নজরুল ইসলাম (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামের আজগর আলীর ছেলে। গতকাল শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। 

নমুনা সংগ্রহের পর আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিশেষ ব্যবস্থায় তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি কাঠ মিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে। ত্বাকওয়া ফাউন্ডেশন নামের একটি সংগঠনের সদস্যরা স্বাস্থবিধি অনুসরণ করে তার দাফন সম্পন্ন করে বলে জানা গেছে। 

প্রশাসনের পক্ষ থেকে মো. নজরুল ইসলামের বাড়িটি লকডাইন করা হয়েছে। এদিকে মৃত ব্যাক্তি আগের দিনও একটি জানাজায় উপস্থিত ছিলেন বলে জানায় স্থানীয়রা। তিনি করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার মারা যাওয়া হাফেজ আলী আজগরের জানাজায় উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানান।

মন্তব্যসাতদিনের সেরা