kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

খুলনায় করোনা উপসর্গে দুই নারীর মৃত্যু

খুলনা অফিস   

৭ জুন, ২০২০ ১৫:১২ | পড়া যাবে ১ মিনিটেখুলনায় করোনা উপসর্গে দুই নারীর মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীদের বাড়ি নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামে ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। তাঁদের বয়স যথাক্রমে ৬৫ ও ৪৫। তারা দুজনই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। 

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, রবিবার সকাল ৮টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নড়াইল সদর উপজেলা সদরের হাটবাড়িয়া গ্রামের ওই নারী হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা যান। এ ছাড়া শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া কলোনি রোডের এক বাসিন্দার স্ত্রী হাসপাতালে ভর্তি করা হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকাল ৭টায় মারা যান। 

ডা. মিজানুর রহমান জানান, মৃত দুই নারী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা