kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

চট্টগ্রামে আরো ১৫৬ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৭ জুন, ২০২০ ০৭:৪০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে আরো ১৫৬ জন করোনা আক্রান্ত

চট্টগ্রামে নতুন করে আরো ১৫৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। চট্টগ্রামের তিন ও কক্সবাজারের একটি ল্যাবে ৫২৩টি নমুনা পরীক্ষা করে এসব রোগী শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রাম নগর ও জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী দাঁড়াল ৩ হাজার ৯৬৪ জন। এর মধ্যে করোনায় মারা গেছে ৯৩ জন রোগী।  

গতকাল শনিবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সাবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে করা নমুনা পরীক্ষায় মোট ১৫৬ জন শনাক্ত হয়েছে।

জানা যায়, বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ২৩৬টি। এতে পজিটিভ পাওয়া গেছে ৫২ জনের। চট্টগ্রাম মেডিক্যাল ল্যাবে এদিন ১১৮টি নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। সিভাসু ল্যাবে পরীক্ষা হয় ১৫৬টি নমুনা। এতে পজিটিভ এসেছে ৬৫ জনের। কক্সাবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩টি নমুনা পরীক্ষা করে দুইজনের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

মন্তব্যসাতদিনের সেরা