kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

সেনবাগে দুর্ঘটনায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

৭ জুন, ২০২০ ০১:০৪ | পড়া যাবে ১ মিনিটেসেনবাগে দুর্ঘটনায় পথচারী নিহত

নোয়াখালী সেনবাগ উপজেলায় পিকআপের ধাক্কায় ইসমাইল হোসেন মোল্লা (৬২) নামে একব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের উত্তর শাহাপুর জোড়া পুকুর তলার সামনে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ইসমাইল হোসেন মোল্লা সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের দারোগা বাড়ির  বাসিন্দা। শনিবার সকালে তিনি বাড়ির সামনে দাড়িয়ে ছিলেন। এসময় মাছ পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপের ধাক্কায় মারাত্মক জখম হন। তাকে চট্টগ্রাম মেডিকেল  হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বিকেলে তিনি মারা যান।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, এলাকাবাসীর সহযোগিতায় পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা