kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

সলঙ্গায় ওসির তিন মেয়েসহ আক্রান্ত ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি   

৬ জুন, ২০২০ ২১:২২ | পড়া যাবে ২ মিনিটেসলঙ্গায় ওসির তিন মেয়েসহ আক্রান্ত ৮

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসির তিন মেয়ে, চারজন পুলিশ সদস্যসহ আটজন নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৮ জন। তাদের মধ্যে ৩২ জনই পুলিশ। আক্রান্তদের সবাইকে চিকিৎসার আওতায় এনেছে স্বাস্থ্যবিভাগ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার দুপুরে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা পরীক্ষায় রিপোর্ট আসে। তাতে আটজনের করোনা পজিটিভ এসেছে। তাদের সকলেই সলঙ্গা থানার বাসিন্দা।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সলঙ্গা থানার ওসি তাজুল হুদার তিন মেয়ে, এএসআই জেসমান আলী, এএসআই নুরুল ইসলাম, পুলিশ সদস্য আলমগীর ও রুবেল এবং একজন নারী পুলিশ সদস্যের স্বামী। এর আগে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা, এএসআই রায়হান আলী করোনায় আক্রান্ত হন। তাদের সংস্পর্শে নতুন করে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

সিরাজগঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে ৩২ জন রয়েছেন পুলিশ সদস্য। যাদের মধ্যে দুজন ওসি, একজন পরিদর্শক, তিনজন এসআই, ছয়জন এএসআই ও ২০ জন পুলিশ সদস্য রয়েছেন।

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) কেএম রাকিবুল হুদা বলেন, ‘পুলিশকে করোনা পরিস্থিতিতে সর্বাত্মক ভূমিকা রাখতে হচ্ছে। সকল স্থানে যাতায়াতে তারা বেশি সংক্রমণের শিকার হচ্ছেন। আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি থানার যাবতীয় কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা