kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৬ জুন, ২০২০ ২০:২৬ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশের মৃত্যু

ঢাকা-মাওয়া একপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁওয়ে শনিবার বিকেলে মাইক্রো চাপায় গ্রাম পুলিশ মোবারক হোসেন শেখ (৫৫) নিহত হয়েছেন।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, সড়ক পার হওয়ার সময় মাওয়াগামী মাইক্রোবাস তাকে চাপ দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই এই গ্রাম পুলিশের মৃত্যু হয়।

ওসি জানান, তিনি পাটাভোগ ইউপির চৌকিদার (গ্রাম পুলিশ) হিসাবে কর্মরত ছিলেন। ইউনিয়নটির বাসাইলভোগ গ্রামের মৃত সাজ্জন আলী শেখের পুত্র মোবারক হোসেন শেখের পরিবারে এখন শোকের মাতম চলছে। লাশটি এখনও মহাসড়কের পাশে রয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই দুর্ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং মাইক্রোটি আটকের চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা