kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি   

৬ জুন, ২০২০ ২০:০৩ | পড়া যাবে ১ মিনিটেকলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার কলমাকান্দায় উব্দাখালী নদীতে ডুবে এক শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ শিশু মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আতুল ওই গ্রামের মো. তৌহিদ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সদর ইউনিয়নের রঘুরামপুর নামক স্থানে মো. তৌহিদ মিয়ার চার বছর বয়সী শিশু ছেলে আতুল মিয়া তার মায়ের সঙ্গে গোসল করতে গেলে মা'র অগোচরে পানিতে ডুবে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী মৌরি মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কথা হলে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আর.এমও) ডা. মো. আশেক উল্লাহ খান ওই শিশুর সলিল সমাধির কথা নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা