kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

চুয়াডাঙ্গায় ৬ পুলিশসহ আরো ১১ জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

৬ জুন, ২০২০ ০৬:০৪ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গায় ৬ পুলিশসহ আরো ১১ জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গায় ৬ পুলিশসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যরা সকলেই দর্শনা থানায় কর্মরত। বাকি ৫ জনের বাড়ি আলমডাঙ্গা উপজেলা এলাকায়। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জনে। 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনা থানার ৬ পুলিশ সদস্যের করোনাভাইরাস পজিটিভ এসেছে। আলমডাঙ্গার উপজেলা এলাকায় আক্রান্ত হয়েছেন ৫ জন। এদের মধ্যে পোয়ামারি গ্রামের একই পরিবারের মা ও ছেলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জনে। 

মন্তব্যসাতদিনের সেরা