kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

নোয়াখালী থেকে ঢাকা নেওয়ার পথে করোনা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

৬ জুন, ২০২০ ০৪:২০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালী থেকে ঢাকা নেওয়ার পথে করোনা রোগীর মৃত্যু

নোয়াখালী জেলা শহরে করোনার অস্থায়ী হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়াম থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে এক করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। 

নিহত প্রদীপ দাস (৫৮), নোয়াখালী পৌর শহরের সুলতান কলোনীর বাসিন্দা, গত ২৭ মে তার শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু হয়েছে এক নারীসহ ২৬ জনের।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন, নোয়াখালী কভিড-১৯ হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাস।

তিনি বলেন, আর একদিনপর তার শরীর থেকে দ্বিতীয় নমুনা সংগ্রহ করার কথা ছিল। কয়েকদিন হোম আইসোলেশনে থাকার পর ৩১ মে তাকে শহীদ ভুলু স্টেডিয়ামে কভিড হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সকালে কর্তব্যরত চিকিৎসক পর্যবেক্ষণকালে দেখেন তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। ঠিক ওই সময় তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও অক্সিজেন সেবা দেওয়া হয়। এরপর থেকে তার অবস্থা উন্নতি হলে বেলা সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করার ব্যবস্থা করা হয়। ঢাকা নেওয়ার পথে দুপুর ২টার দিকে কুমিল্লায় তার মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা