kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

সিলেটের সাবেক মেয়র কামরান করোনা আক্রান্ত

সিলেট অফিস   

৫ জুন, ২০২০ ২২:৫৪ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের সাবেক মেয়র কামরান করোনা আক্রান্ত

মেয়র কামরান

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন। এর আগে তাঁর স্ত্রী আসমা কামরানও করোনা আক্রান্ত হয়েছিলেন।

আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বদরউদ্দিন আহমদ কামরানের জ্যেষ্ঠ পুত্র ডা. আরমান আহমদ শিপলু। তিনি বলেন, ‘আব্বার অবস্থা এখন ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। জ্বরের কারণে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি বাসায় আছেন।’

এর আগে গত ২৭ মে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত হন। বাসায় আইসোলেশনে থাকা আসমা কামরানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডা. শিপলু।  

মন্তব্যসাতদিনের সেরা