kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

শাজাহানপুরে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

৫ জুন, ২০২০ ২২:০৩ | পড়া যাবে ১ মিনিটেশাজাহানপুরে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে পুকুরে ডুবে আরাফাত হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনীয়া মন্ডলপাড়ার আব্দুল হাকিমের পুত্র এবং হিফজুল কোরআন নামে স্থানীয় কওমী মাদরাসার ছাত্র।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১২দিকে আরাফাত সম বয়সীদের সাথে বামুনীয়া দারুল উলুম দাখিল মাদরাসার পিছনে একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে আরাফাতকে দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করে। খুঁজে না পেয়ে আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। একপর্যায়ে ফায়ার সার্ভিস আসার আগেই পুকুর থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা