kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

নলছিটিতে করোনায় একজনের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি   

৫ জুন, ২০২০ ১৫:০০ | পড়া যাবে ১ মিনিটেনলছিটিতে করোনায় একজনের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে করোনায় আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে তাঁর মৃত্যু হয়। দেলোয়ার হোসেন নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের নুরুল হকের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দেলোয়ার হোসেন করোনায় আক্রান্ত ছিলেন। শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে তাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

দপদপিয়া ইউপি চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধা জানান, লাশ গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা