kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

২০ ঘণ্টা পর পুকুরে ভাসল দিপ্তর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি   

৫ জুন, ২০২০ ১৪:১৮ | পড়া যাবে ১ মিনিটে২০ ঘণ্টা পর পুকুরে ভাসল দিপ্তর লাশ

নিখোঁজের প্রায় ২০ ঘণ্টাপর আজ সকাল সারে ১০টায়  স্কুলছাত্র দেবদ্বীপ কুমার ঘোষ দিপ্তর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজের প্রাণিবিদ্যা বিভাগের গবেষণা কাজে ব্যবহৃত পুকুরে ভেসে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

দিপ্ত মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্ট্রির স্বর্ণ ব্যাবসায়ী দীলিপ কুমার ঘোষের ছেলে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে দীলিপ কুমার ঘোষ মানিকগঞ্জ সদর থানায় তার ছেলের নিখোঁজ সম্পর্কে একটি জিডি করেন। জিডিতে তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দিপ্ত বাসার বাইরে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। জিডিতে তিনি উল্লেখ করেন, দিপ্ত মানিকগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের নবব শ্রেণির শিক্ষার্থী। বাসা থেকে বের হওয়ার সময় দিপ্তর পড়নে ছিল স্কুলড্রেসের প্যান্ট এবং খাকি রঙের চেক ফুলহাতা সার্ট।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, লাশের গায়ে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্যসাতদিনের সেরা