kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

শাজাহানপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

৫ জুন, ২০২০ ০০:০১ | পড়া যাবে ১ মিনিটেশাজাহানপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে নুরুল ইসলাম খট্ট (৪০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খরনা ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে।

খরণা ইউপি চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন জানান, নিহত নুরুল ইসলাম খট্ট একজন কৃষক।  তিনি খরনা ইউনিয়নের হরিণগাড়ী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে হরিণগাড়ী গ্রামের মাঠে কাজ করছিলেন খট্ট। সন্ধ্যার একটু আগে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা