kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

সিরাজগঞ্জে নতুন আক্রান্ত ১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি   

৪ জুন, ২০২০ ২৩:৪০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জে নতুন আক্রান্ত ১৯

সিরাজগঞ্জে পুলিশ সদস্যসহ ১৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তাদের নমুনা  পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৯৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদনে ১৯ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে বেলকুচি ও এনায়েতপুরে ১৬ জন, শাহজাদপুরে দুজন ও কাজিপুরের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯১ জন।

এনায়েতপুর থানার ওসি মোল্লাহ মাসুদ জানান, তার থানার আক্রান্ত ১০ জনকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা