kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

সরিষাবাড়ীতে বজ্রপাতে আহত ১৫

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি   

৪ জুন, ২০২০ ২২:৫৩ | পড়া যাবে ২ মিনিটেসরিষাবাড়ীতে বজ্রপাতে আহত ১৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে চার নারীসহ ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল, সোনাকান্দর, কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর, সিধুলি গ্রামসহ বিভিন্নস্থানে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে চুনিয়াপটল, সোনাকান্দর, শুয়াকৈর, সিধুলি, সোনাকান্দর, চররৌহা গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় খোলা মাঠে ধান শুকানোর কাজ করছিলেন অনেকে। তখন হালকা বৃষ্টি শুরু হলে ধান উঠানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন লোকজন। বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বিভিন্ন স্থানে আহত হন গর্ভবতী এক নারীসহ ১৫ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- দুলালী বেগম (২৫), বিথী আক্তার (৩০), মমতাজ বেগম (৪০), সুন্দরী বেগম (৪০), সুমন মিয়া (১৭), রফিকুল ইসলাম (৩৫), সবুর মিয়া (৩৭), দুলাল মিয়া (৩০), রাসেল মিয়া (১৯), মজনু মিয়া (২৫), নেওয়াজ আলী (৩৫), ফরহাদ হোসেন (৫০), ফজল মিয়া (৪৫) ,সাবেক মেম্বার মন্টু মিয়া (৫০) ও নুরে আলম ( ৪৫)। বজ্রপাতে কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর গ্রামে নুরে আলম নাহিদের খড়ের গাদায় আগুন ধরে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাইফুর রহমান সোহান জানান, আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা