kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

গফরগাঁওয়ে আশ্রয়ন প্রকল্পে বিদ্যুতায়ন উদ্বোধন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৪ জুন, ২০২০ ২০:২৯ | পড়া যাবে ২ মিনিটেগফরগাঁওয়ে আশ্রয়ন প্রকল্পে বিদ্যুতায়ন উদ্বোধন

ময়মনসিংহের গফরগাঁওয়ে 'শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ' স্লোগানকে উপজীব্য করে চর কামারিয়া গ্রামের রোস্তম আলী গোলন্দাজ আশ্রয়ন প্রকল্পের অর্ধশত ছিন্নমূল পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে ও গফরগাঁও জোনাল অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতায়ন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বোর্ড সভাপতি ও পরিচালক ফরহাদ ঢালী, কোষাধ্যক্ষ ও পরিচালক এম সালাহ উদ্দিন পলাশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল মুনসুর, এসএম মাইনুদ্দিন, উপজেলা কৃষকলীগ নেতা ডা. এসএম শফিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ গফরগাঁও জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলম। উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল উদ্বোধনী বক্তব্যে বলেন, আমাদের আশা আকাঙ্খার প্রতীক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের প্রচেষ্টায় ব্রহ্মপুত্র দ্বারা বিচ্ছিন্ন চরআলগী ইউনিয়নকে পল্লী বিদ্যুতের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে চরআলগীর ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। বিশাল আয়তনের চরাঞ্চলের মানুষের বিদ্যুৎ চাহিদা মিটাতে চরআলগীতে পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশন প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা