kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

ড্রাম ট্রাকের ধাক্কায় লিচু ব্যবসায়ীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

৪ জুন, ২০২০ ১২:১৬ | পড়া যাবে ১ মিনিটেড্রাম ট্রাকের ধাক্কায় লিচু ব্যবসায়ীর মৃত্যু

ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর কাঁঠালতলা মোড়ে আজ (বৃহস্পতিবার) সকালে ড্রাম ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম বিপুল (২৬) নামের এক লিচু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার সরদার পাড়ার আক্কাস আলী সরদারের ছেলে।

নিহত বিপুলের চাচাতো ভাই জিয়া সরদার কালের কণ্ঠকে জানান, বিপুল সকালে গাছ থেকে লিচু নামানোর জন্য বাইসাইকেল নিয়ে সাহাপুর আজিজলতলা এলাকায় মামাকে ডাকার জন্য যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে পাবনার দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জিয়া আরো জানান, গুরুতর ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী কালের কণ্ঠকে জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহত বিপুলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা