kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

বেগমগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

৩ জুন, ২০২০ ২২:১৭ | পড়া যাবে ১ মিনিটেবেগমগঞ্জে করোনা আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, ব্যবসায়ী মাহমুদুল হাসান (৩০), বিপ্লব রায় (৬৫)। এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ জনে।

বুধবার (৩ জুন) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস। তিনি আরো জানান, বুধবার ভোরে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যু হয় ব্যবসায়ী মাহমুদুল হাসানের।

এর আগে, গত ২৯ মে উনার করোনা শনাক্ত হয়েছিল। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চৌমুহনী পৌরসভার কলেজ রোডের বাসিন্দা বিপ্লব রায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি নিজ ঘরে আইসোলেশনে রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা